বাংলাদেশিরা দুটি অংশে বিভক্ত। এক অংশ ভারতপন্থী, অন্য অংশ পাকিস্তানপন্থী। এদের সংমিশ্রনে যে জাতির উদ্ভব সেই জাতি হচ্ছে বাংলাদেশি জাতি।
এ দেশটি মূলত ছিলো ব্রিটিশ শাসিত ভারতের একটি প্রদেশ যার নাম ছিলো পূর্ব বাংলা ও আসাম। সেই সময় আসামের সিলেট অঞ্চল নিয়ে পূর্ব বাংলা ভারত থেকে সরে গিয়ে পূর্ব পাকিস্তান গঠন করে। এই পূর্ব পাকিস্তান গঠনের পিছনে অবদান ছিলো বাংলাদেশি একটা বড় অংশের।
এই পাকিস্তানপন্থী বাংলাদেশি অংশটি বাংলাদেশকে ভারতীয় নীতি, ভারতীয় সভ্যতা থেকে সরিয়ে নিয়ে পাকিস্তানের আদর্শে দেশ গঠনের জন্য সব সময় বাংলাদেশের ডানপন্থী রাজনীতির সমর্থন করে যায়।
যেখানে নেই মুক্তিযুদ্ধের কোন আদর্শ, নেই মুক্তিযুদ্ধের চেতনা, আছে পাকিস্তানের আদর্শ, পাকিস্তান প্রীতি।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় দেশের ছাত্র-তরুনদের মধ্যে যারা দেশ স্বাধীনের বিরোধীতা করেছিলো তারা প্রায় সবাই মাদ্রাসার ছাত্র ছিলো। এরা করতো ইসলামি ছাত্র সংঘ যা জামায়াতে ইসলামীর একটি ছাত্র সংগঠন ছিলো। পরবর্তীতে যার নাম হয় ছাত্র শিবির। এরা তখন পাকিস্তানের প্রতিনিধিত্ব করতো বাংলাদেশে। এখনও তাই করে।
No comments:
Post a Comment