Translate

Saturday, December 5, 2015

প্রজ্ঞা ও জ্ঞানের মধ্যে পার্থক্য কি?

প্রজ্ঞা বা wisdom :

তথ্যের যথাযথ সংগ্রহই হচ্ছে জ্ঞান। তথ্য ছাড়া জ্ঞান লাভ অসম্ভব।জ্ঞান হচ্ছে নির্ণয়মূলক একটি প্রকৃয়া।জ্ঞান কোন একটি নিয়ম বা আদর্শরীতি যা অন্য কোন ঘটনাকে সংযুক্ত করে এবং পরবর্তীতে কি ঘটবে তা অনুমান করতে সহায়তা করে।যখন কেই কোন তথ্যের স্মৃতিচারণ করেন তখন তিনি জ্ঞান আয়ত্ত করেন। তাঁদের কাছে এই জ্ঞানের যথার্থতা রয়েছে।
অধিকাংশ কম্পিউটার ভিত্তিক প্রয়োগ যেমন- মডেলিং, সিমিউলেশন ইত্যাদি ক্ষেত্রে বেশ কিছু ধরণের মজুতকৃত জ্ঞানের অনুশীলন করা হয়।


জ্ঞান বা knowledge :

অভিজ্ঞতা ও শিক্ষার মাধ্যমে তাত্ত্বিক ও ব্যবহারিকভাবে কোন বিষয়ের ইনফরমেশনকে হৃদয়ঙ্গম করে অর্জন করা বিশেষ দক্ষতা ও নৈপুণ্য হল জ্ঞান।
জ্ঞান বা নলেজ হল কোন বিষয়ে ব্যবহারযোগ্য ইরফরমেশনের উপযুক্ত সংগ্রহ।
সহজভাবে- আমরা যা জানি তাই হচ্ছে জ্ঞান।
কোন বিষয়ের ইনফরমেশনের উপযুক্ত সংগ্রহ থেকে জ্ঞানকে আহরন করা হয়।

No comments:

Post a Comment