Translate

Saturday, December 5, 2015

ভালবাসা কত প্রকার?

ভালবাসাঃ ভালবাসা হচ্ছে সে বাসা যাকে সংঙ্গায়িত করা সম্ভব নয়। অন্যকথায়,
ভালবাসা হচ্ছে বিশেষ কারো জন্য মনের এক নিঃস্বার্থ সুন্দর অনুভূতি, যা সৃষ্টিকর্তার পক্ষ হতে উপহার স্বরুপ এবং যার কখনো পরিবর্তন হয়না।
প্রকারভেদঃ ভালবাসা বিভিন্ন প্রকারের হতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেঃ
১.কথ্য ভালবাসাঃ যে ভালবাসা কথার মাধ্যমে প্রকাশ হয় তাকে কথ্য ভালবাসা বলে।
উদাহরণঃ I ♥ U, আমি তোমাকে ভালবাসি ইত্যাদি বলা।
২.লেখ্য ভালবাসাঃ যে ভালবাসা চিঠিপত্র (এনালগ যুগে প্রচলিত ছিল), এস.এম.এস বা চ্যাট (ডিজিটাল যুগে) প্রভৃতির মাধ্যমে প্রকাশ করা হয় তাকে লেখ্য ভালবাসা বলে।
উদাহরণঃ প্রাচীন ও বর্তমান যুগের ভালবাসা।
৩.মৌন ভালবাসাঃ যে ভালবাসা মনের আবেগ থেকে হয় তাকে মৌন ভালবাসা বলে।
উদাহরণঃ বাবা-মার সন্তানের প্রতি ভালবাসা, প্রকৃত প্রেমিক-প্রেমিকার ভালবাসা প্রভৃতি।
৪. ইঙ্গিতপূর্ণ ভালবাসাঃ যে ভালবাসা আকার ইঙ্গিত বা ভাবের মাধ্যমে বোঝানো হয় তাকে ইঙ্গিতপূর্ণ ভালবাসা বলে।
উদাহরণঃ চোখ মারা, সামনে গিয়ে হাসা ইত্যাদি।

No comments:

Post a Comment