২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত বাংলাদেশে ভয়াবহ বর্বরতার শিকার হয় বহু ব্লগার, এক্টিভিস্ট, মুক্তমনা। কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয় আভিজিত রায়, নীলয় নীল, দীপনসহ বহু ব্লগারকে। ইসলামী জঙ্গি জিহাদীদের চাপাতির কোপ খেয়ে কেউ কেউ এখনো পঙ্গু।
আর সেই জিহাদী কুকুরদের ব্লগারদের পিছনে লেলিয়ে দেয়ার পিছনে সরাসরি জড়িত এই জসীমউদ্দিন রহমানী। হাসিনার আমলে এত ব্লগার হত্যা করলেও একে মৃত্যুদণ্ড দেয়া হয়নি। বেশিরভাগ হত্যার বিচারই হয়নি এখনো। উলটো ব্লগারদের চলে যেতে হয়েছে দেশ ছেড়ে। জিহাদীদের খুশি রাখতে কওমী জননী এই জঙ্গিকে কয়েক বছর জেল দিয়েই হাত পরিষ্কার করে ফেলে। আর ইউনুস এসে এই ভয়ংকর জঙ্গিকে জেল থেকে ছেড়ে দেয়।
এই জঙ্গি নিজ মুখেই স্বীকার করেছে কিভাবে সে নাস্তিক ব্লগারদের হত্যার নেতৃত্ব দিতো। এই ভয়ংকর জঙ্গিদের ছেড়ে দিয়ে ইউনুস দেশে জঙ্গিতন্ত্রের চাষাবাদ করছে।
খালেদা থেকে হাসিনা, হাসিনা থেকে ইউনুস কারো আমলেই এদেশে আমরা নিরাপদ না। অন্য কোন সভ্য দেশ হলে এই জঙ্গি কোনদিন কারাগারের বাইরে বের হতো না। অথচ, এই বর্বর হিংস্র জানোয়ার এখন বুক ফুলিয়ে কথা বলছে, নিজ মুখে স্বীকার করছে!
No comments:
Post a Comment