Translate

Saturday, June 14, 2025

HappY birthday Che!

প্রথম ছবিটি ৫৮ বছর আগের। বলিভিয়ার বালিয়াগ্রান্দে শহরের একটি হাসপাতালের লন্ড্রি রুমে শুইয়ে রাখা হয়েছে মৃত চেগেভারাকে। চারদিকে দাঁড়িয়ে আছে বলিভিয়ান আর্মি। ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি ছবিটি। বাকি ছবিগুলি আমার। ২০২২ সালে গিয়েছিলাম। যে উঁচু বেদির উপর তাঁকে রাখা হয়েছে সেটা আসলে একটি বেসিন। এখানে হাসপাতালের কাপড়চোপড় ধোয়া হতো।

সর্বশেষ ছবিটিতে আমি যে আয়তকার গর্তের মতো জায়গায় দাঁড়িয়ে আছি এটি একটি গণকবর। চে-র মৃত্যুর পর তাঁর ছয় গেরিলা সহযাত্রীসহ সাত মৃতদেহ পুঁতে ফেলা হয় এ গর্তে ১৯৬৭ সালে। তিরিশ বছর পর্যন্ত এ গণ-কবরের সন্ধান পায়নি বিশ্ব গণমাধ্যম। মৃত্যুর তিরিশ বছর পর আর্জেন্টিনার ফরেনসিক নৃতত্ত্ববিদদের একটি দল এ স্থান থেকে উদ্ধার করে সাত গেরিলার হাড়।

আজ চেগেভারার জন্মদিন।

.

.

Youtube Channel-

https://www.youtube.com/@MohuaRouf

No comments:

Post a Comment